ঢাকা বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

vorer angikar
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. ইব্রাহিম (৩০) নামে একজন কে ৫০ হাকার টাকা জরিমানা এবং অবৈধ ড্রেজার এবং বালু জব্দ করে ৪০ হাজার টাকা নিলাম দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইব্রাহিম ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সফিজ উদ্দিন মৃধার ছেলে।

বুধবার দুপুরে ধলীগৌরনগরের জনতা বাজার কামারেরখাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ইমরান মাহমুদ ডালিম। জানা যায়, কামারখাল এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন ও বাণিজ্যিক কাজে মজুদ করছিলেন ওই এলাকার জিসান আকতার রিয়াজ। পরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার ও বালু জব্দ করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪০ হাজার টাকা নিলামে তোলা হয় এবং ইব্রাহিম নামে একজন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।