আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলা জেলা আইনজীবী সমিতির কার্যনিবাহী কমিটির নির্বাচনে শীর্ষ দুই পদে আসীন হয়েছেন লালমোহনের গর্বিত দুই সন্তান। ২৭ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে এডভোকেট বশীর উল্যাহ ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুল হক লিটু ভাই নির্বাচিত হয়েছেন।
এডভোকেট মোঃ বশির উল্যাহর পৈত্রিক নিবাস পশ্চিম চর উমেদ ইউনিয়নের মাতাব্বর বাড়ি এবং সাধারণ সম্পাদক মাহবুবুল হক লিটু ভাইয়ের পৈত্রিক নিবাস ফরাজগঞ্জ ইউনিয়নের মৃধা বাড়ি।
এদিকে এবারের নির্বাচনে সভাপতি সম্পাদক হিসেবে বিজয়ী হওয়া দুই আইনজীবীকে লালমোহন বাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
