বাবুগঞ্জ প্রতিনিধি:রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি সহায়তায় সরিষা, সূর্যমুখী, খেসারি, মসুর, মুগ, চিনাবাদাম ও সয়াবিন সহ বিভিন্ন বীজ এবং বোরো ধানের উৎপাদন বৃদ্ধির উপকরণ বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে বাবুগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ।
এসময় বক্তাব রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল করিম হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা সভাপতি রহমতুল্লাহ,বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইফুর রহিম, বিমান বন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বাবুগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন বাচ্চু, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে বাবুগঞ্জ উপজেলার মোট ২,৪১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই সহায়তা পাবেন। রবি মৌসুমে অধিক জমিতে ফসল আবাদকে উৎসাহিত করা এবং খাদ্য উৎপাদন বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল রহমান সুমন, নুরুন্নাহার বেগম, খোরশেদ আলম ও রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ আরিফুর রহমান, মোঃ রোকনুজ্জামান রোকন,আল আমিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রুবেল সরদার, মোঃ আবুল বাশার, মোঃ নুরুল।
সরকারের এই উদ্যোগে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং রবি মৌসুমে ফলন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা।
