ঢাকা রবিবার , ২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় রাজিব আহসানের ব্যপক গণসংযোগে!

vorer angikar
নভেম্বর ২, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল -৪ আসনে প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান!

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া বাজারে বিভিন্ন এলাকার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।

এ সময় তিনি বাজারের সকল দোকানী এবং পথচারীদের সাথে কথা বলেন কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তাদের নিকট সেই বার্তা পৌঁছে দেন। ধানের শীষের পক্ষে ভোট কামনা করে ”সকলকে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ধানের শীষের জন্য কাজ করার আহবান জানান।

এর আগে বিকাল ৪টায় পাতারহাট স্টিমারঘাট এলাকা হইতে স্পিডবোড যোগে উলানিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে নামলে সেখানে অপেক্ষামান হাজার হাজার নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের বহর নিয়ে তিনি গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন,
বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মিল্টন চৌধুরী, বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আলিম চৌধুরী মিল্টন, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।