বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন আমার বাংলাদেশ (এবি) পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
২ নভেম্বর রবিবার সকাল ১০.০০টায় শিক্ষক মিলায়াতনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আ.ন.ম আব্দুল হালিম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার কেন্দ্রীয় সহ: প্রচার সম্পাদক রিপন মাহামুদ।
ব্যারিস্টার ফুয়াদ বলেন
বাবুগঞ্জের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর স্মৃতি পাঠাগার ও তার গ্রামের বাড়ী নদী ভাঙ্গনে হুমকির মুখে। পাঠাগারটি অযত্নে অবহেলায় পরে রয়েছে। আমি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি দ্রুত কাজ শুরু হয়েছে। আমি আমার নির্বাচনী এলাকা বরিশাল-৩ আসনের দুইটি উপজেলা বাবুগঞ্জ- মুলাদীতে ঘুরে দেখিছি রাস্তাঘাট, নদী ভাঙ্ন এলাকার অবস্থা খুবই খারাপ। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপস্বাস্থ্য কমপ্লেক্স গুলো পরিদর্শন করেছে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের সাথে কথা বলেছি। স্বারক লিপি প্রদান করেছি। তারা আমাকে আস্বস্ত করেছে যে, অতি দ্রুত এসব সমস্যা দূরীকরণে বরাদ্দ দিবে।
এসময় তিনি আরো বলেন,বাবুগঞ্জ – মুলাদীর গুরুত্বপূর্ণ সংযোগস্থল আড়িয়াল খাঁ নদীর
মীরগঞ্জ ব্রীজের কাজের ব্যাপারে সরকারের
নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন’র সাথে যোগাযোগ করলে তিনি জানান মীরগঞ্জ ব্রীজের কাজ সম্ভাব্য আগামী ডিসেম্বরে মধ্যে উদ্বোধন হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে সাক্ষাৎ করে আমার নির্বাচনী এলাকা বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক কাজের জন্য সাহায্য সহযোগিতা চেয়েছি।
বাবুগঞ্জ উপজেলার ৬০-৭০ টি কাঁচা রাস্তা, সলিং রাস্তা ও ৬০ টি গভীর নলকুপ, শতাধীক মসজিদ মাদ্রাসার জন্য বরাদ্দ চেয়েছি। আশাকরি এগুলো দ্রুত বাস্তবায়ন হবে।
মত বিনিময় সভায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ উন্নয়ন অগ্রগতি ও সাফল্য কথা তুলে ধরেন। তিনি বলেন আমি যোগদান করেছি দুই বছর। যোগদানের পরে কলেজের গভার্নিং বডির সদস্য সকল শিক্ষক কর্মচারী অভিভাবক ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় এ বছর এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল করতে সক্ষম হয়েছি।
এছাড়াও কলেজের ভৌত অবকাঠামো উন্নয়ন ইন হাউস প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের মান উন্নয়ন সকল ছাত্র-ছাত্রীদের মনিটরিং করার জন্য শিক্ষকদের নিয়ে মনিটরিং কমিটি গঠন, চিপকো কর্মচারী ও ছাত্রছাত্রীদের বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা গ্রহন। শিক্ষক-শিক্ষিকা ছাত্র ছাত্রীদের আলাদা আলাদা নামাজের ঘরের ব্যবস্থা করা, ছাত্রীদের জন্য সু স্বাস্থ্য সুরক্ষার জন্য উন্নত সেনিটেশন এর ব্যবস্থা সহ বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপ নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ শাহে আলম, অধ্যাপক মোঃ গোলাম হোসেন, অধ্যাপক এজাজ আহমেদ, টিচার্স কাউন্সিল সাধারণ সম্পাদক শাহ ই আলম জহির ,কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোঃ নুরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কোবির বিশ্বাস, সিনিয়র প্রভাষক মোঃ জাকির হোসেন, কাজী আমিনুল ইসলাম সহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।
