ঢাকা শনিবার , ২৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন দুইশত অসহায় নারী-পুরুষ

vorer angikar
অক্টোবর ২৫, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক:
ভোলার লালমোহন উপজেলায় দুইশত অসহায় নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা মহানগর কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নাসিম মাতাব্বরের উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় অসহায় শিশু, নারী-পুরুষদের মেডিসিন, হৃদরোগ, গ্যাস্ট্রোলিভার, বক্ষব্যাধি, ডায়াবেটিস, চর্ম, যৌন ও শিশু রোগের চিকিৎসা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান (দিপু)।
চিকিৎসা সেবা প্রদানকালে বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালক মো. রাকিব মাতাব্বর, সাধারণ সম্পাদক আরিফ মাতাব্বর ও অর্থ সম্পাদক হাকিম উদ্দিন বাবুসহ সংগঠনটির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।