নিউজ ডেস্ক:বরিশাল মহানগরের ৭ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী সমবায় দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেল ৫টায় নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের একটি ভবনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাতীয়তাবাদী সমবায় দলের আহ্বায়ক মোঃ নাহিদ হোসেন এবং সদস্য সচিব মোঃ মনির চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মামুন, মোঃ মকবুল হোসেন, ৭ নং ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইউসুফ খন্দকার। বক্তারা বলেন, জাতীয়তাবাদী সমবায় দলের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে এই কমিটি।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নবগঠিত কমিটির নেতৃত্বে ৭ নং ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো আরও শক্তিশালী হবে।
