ঢাকা সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুর পৌরসভা ও শিকারপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষনা করেন ইউএনও

vorer angikar
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায়, বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসন কমিটি এর আয়োজনে, উজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশন, সিআরএসএসের সহযোগিতায় উপজেলার শিকারপুর ইউনিয়ন ও পৌরসভাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায়, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, সিআরএসএস এর কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আহসান সুমনের সঞ্চালনায়, প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মহেশ্বর মন্ডল, উজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু সহ বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসন কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক, শিশু, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, প্রধান অতিথীর বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বাল্যবিবাহ ও শিশুশ্রম নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন, আলোচনা শেষে উজিরপুর পৌরসভা ও শিকারপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ও সাতলা ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।