নিজস্ব প্রতিবেদক :
বরিশালে ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ৬ই সেপ্টেম্বর আসরবাদ দি-বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লি. এর উদ্যোগে সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সঞালণা করেন শাখাওয়াত দিপু,এসময়ে সমিতির সহ-সভাপতি মোঃ আবু জহির,সদস্য শওকত জামান দিপু,সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ফরিদসহ
সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতে জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এছাড়াও দেশ ও মুসলিম উম্মাহর অগ্রগতি, ঐক্য এবং বিশ্বশান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ রমজান আলী।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম খান বাহাদুর হেমায়েত উদ্দিন আহমেদের স্বপ্ন বাস্তবায়নে ১৯৫২ সালে এই সমিতি প্রতিষ্ঠিত হয়।
