ঢাকা সোমবার , ২৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালমোহন বাংলা বাজার দাখিল মাদ্রাসার আন্ত: ক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

vorer angikar
আগস্ট ২৫, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় ভোলার লালমোহনের এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার আন্ত: ক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত আন্ত:ক্লাস
ফুটবল প্রতিযোগিতায় সর্বশেষ দশম শ্রেণি ও অষ্টম শ্রেণি ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। সোমবার ফাইনাল খেলায় দশম শ্রেণি এক গোল প্রদান করলেও অষ্টম শ্রেণি কোন গোল প্রদান করতে পারেনি। ফলে দশম শ্রেণি এক গোলের ব্যবধানে জয়লাভ করে এবং অষ্টম শ্রেণি রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মো. জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মো, মতিউল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ছালেহ উদ্দিন, শিক্ষক মাওলানা এরশাদ উল্যাহ, মাহবুবুর রহমান, মাওলানা হেলাল উদ্দিন, আল এমরান, মো. হেলাল উদ্দিন, আবু তাহের, ফরিদা ইয়াসমিন, আনোয়ার হোসেন, রিয়াদ উদ্দিনসহ বিভিন্ন অভিভাবক, দর্শকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।