ঢাকা শনিবার , ১৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জেলা ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার অঙ্গীকার

vorer angikar
আগস্ট ১৬, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:দক্ষতার সাথে গাড়ি চালাবো নিরাপদে ফিরবো বাড়ি এই স্লোগানে বরিশালে সড়ক দুর্ঘটনা নিরসন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জেলা ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে বরিশাল জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুল্লাহ বিশিষ্ট সমাজসেবক ও যুবদল বরিশাল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন আল আমিন, পুলিশ পরিদর্শক বিএমপি বরিশাল এবং বিষ্ণুজিৎ ঘোষ, সভাপতি হোটেল মালিক সমিতি।
সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইন্সট্রাক্টর এসোসিয়েসন বরিশাল বিভাগ ও সভাপতি সেবক এর বরিশাল জেলা ও মহানগর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, হেলমেট ও সিটবেল্ট ছাড়া এবং মাদকাসক্ত অবস্থায় গাড়ি না চালানো, বৈধ কাগজপত্র ও ফিটনেস বীহিন গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা—এসব প্রতিশ্রুতি সবারই পালন করা জরুরি।

বরিশাল জেলা কমিটির আহবায়ক:মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক: মোঃ ওয়ালিউল্লাহ ফরাজি, আবু বকর সিদ্দিক, মোঃ আরজু মৃধা, মোঃ বাবুল, মোঃ নাদিম মাহমুদ খান,বেলাল আকন, ওমর হালদার, মহিবুল্লাহ
সদস্য সচিব: মোঃ আল আমিন, কার্যকরী সদস্য: মোঃ রুবেল হোসেন,মোঃ ফেরদৌস গাজী, মোঃ সাব্বির হোসেন, মোঃ হাসনাইন, মোঃ রাসেদ মৃধা, মোঃ আল আমিন সরদার।
প্রধান উপদেষ্টা: মোঃ রাসেল, উপদেষ্টা:
আঃ করিম, এস এম নজরোজ হীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।