ঢাকা বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পরিবার পরিকল্পনা পরিদর্শক আহ্ববায়ক পরিষদ’র ৫ দফা দাবি

vorer angikar
আগস্ট ১৫, ২০২৪ ৯:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: ১৪ আগস্ট বুধবার ঢাকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরে, বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক আহ্ববায়ক পরিষদের নেতারা মহাপরিচালক ও পরিচালক প্রশাসনের আলাদা আলাদা ভাবে সাক্ষাৎ করেন , এ সময় পরিষদের নেতারা বলেন, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকা শক্তি পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)। রাজস্বখাতের কর্মচারী, কিন্তু দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর অতিবাহীত হলেও আমাদের চাকরিগত মৌলিক অধিকার নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি, এবং বেতন কাঠামোতে যে বৈষম্য তা কল্পনাতীত।

উল্লেখ্য যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিদ্যমান নিয়োগ বিধিমালা “দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং নন-ক্যাডার কর্মচারি (পরিবার পরিকল্পনা অধিদপ্তর) নিয়োগ বিধিমালা ১৯৯৬ সংশোধনপূর্বক প্রস্তাবিত পরিবার পরিকল্পনা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২২ জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের লক্ষ্যে (সূত্রঃ স্মারক নং- ৫৯.০০.০০০০.১১০.২২.০১৭২১-৮৮০, তারিখ: ১০ অক্টোবর ২০২২ খ্রিঃ) গত ১৩/১০/২০২২ খ্রিঃ তারিখে অংশিজন গণের সমন্বয়ে ঢাকাস্থ সিরডাপ এ একটি কর্মশালা/মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে বহুবার বিভিন্ন পর্যায়ে আবেদন-নিবেদন করেও নিয়োগ বিধিসহ অন্যান্য ন্যায্য দাবীর বিষয়ে দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় পুনরায় তাদের মূল দাবীসমূহ মহাপরিচালক ও পরিচালক প্রশাসন বরাবর তুলে ধরেন।

দাবি সমূহ –

১। শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড উন্নীতকরণসহ “নিয়োগবিধি-২০২২” অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
২। নিয়োগ বিধিতে পদোন্নতি/পদায়নের ক্ষেত্রে অনুমোদিত পদ সংখ্যার আনুপাতিক হারে পদ সংখ্যা নির্ধারণ
৩। প্রক্রিয়াধীন “নিয়োগবিধি-২০২২” বাস্তবায়ন না হওয়া পর্যন্ত “১৯৯৬ বিধির আলোকে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (AUFPO) পদে পদোন্নতি/পদায়ন সহ নতুন নিয়োগ বন্ধ রাখতে হবে ।
৪। পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) সিলেকশন গ্রেড দ্রুত প্রদান করতে হবে।
৫। পরিবার পরিকল্পনা পরিদর্শকদের উদ্দেশ্য প্রণোদিত
অভিযোগ/মন্তব্য দিয়ে করে প্রশাসনিক বদলি বন্ধ করতে হবে এবং প্রশাসনিক কারণে বদলিকৃত পরিবার পরিকল্পনা পরিদর্শকদের দ্রুত পূর্বের কর্মস্থলে বদলি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

বৈষম্যদূর করে বিরাজমান ক্ষোভ ও হাতাশা দূরীকরণের মহাপরিচালক ও পরিচালক প্রশাসন সহ উপস্থিত অন্যান্য কর্মকর্তারা নেতাদের বলেন অতিদ্রুত সময়ের মধ্যে নায্য দাবি সমূহ বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তর কাজ করছে। পরিবার পরিকল্পনা পরিদর্শক আহ্বয়ক পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোহেল হোসেন আহ্বায়ক, মোঃ আলমগীর সদস্য সচিব, যুগ্ম আহ্ববায়ক ইমরুল হাসান,মোঃ এনামুল ,কাজী আতিকুর রহমান, মোঃ মহিউদ্দিন মোঃআব্দুল কাদের রোকন , রবিন, জহিরুল সহ আরো অন্যান্য নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।