ঢাকা বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

vorer angikar
আগস্ট ১, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন,নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে যেকোনো ধরনের গুজব মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান টিটব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি এসএম মাহবুব উল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম,ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।