ঢাকা সোমবার , ১১ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন – এমপি শাওন

vorer angikar
মার্চ ১১, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন,নিজস্ব প্রতিবেদক: ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর লক্ষ্য কেবল দেশের উন্নয়নের পাশাপাশি জনগণেরও ভাগ্য উন্নয়ন করা। তার দক্ষ নেতৃত্বে দেশ উন্নয়ন অগ্রযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
ভোলা-৩ আসন থেকে টানা চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় রোববার রাতে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের আয়োজনে ডাকবাংলো মাঠে এক নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।
নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছেন। তিনি স্বাধীন দেশ ও জনগণের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। বর্তমানে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এমপি শাওন বলেন, বিএনপি-জামায়াত দেশের চলমান উন্নয়ন থামাতে নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের সেই ষড়যন্ত্র কখনই বাস্তবে রূপ নেবে না। কারণ এ দেশের জনগণ এখন আর বিএনপি-জামায়াতের সঙ্গে নেই। বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। এ জন্য এখন তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র করলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে। কোনোভাবেই দেশের চলমান শান্তির ধারা কাউকে ক্ষুন্ন করতে দেওয়া হবে না।

তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিউল্লাহ, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, এমপি শাওনের সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা, মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।