ঢাকা শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ইলিশ সম্পদ রক্ষায় সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে – এমপি শাওন

vorer angikar
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন নিজস্ব প্রতিবেদক: লালমোহনে ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের অভয়াশ্রম সংলগ্ন এলাকায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে লালমোহন উপজেলার মেঘনা নদী তীরবর্তী ধোলীগৌরনগর ইউনিয়নের বাতির খাল মাছঘাট এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজিত জনসচেতনতা সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী
চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, ইলিশ সম্পদ রক্ষায় সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।

এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসান রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহাম্মদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানবির আহমেদ সহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।