ঢাকা শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষায় বসতে না পারায় থানায় অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

vorer angikar
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে চলমান দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার রাতে উপজেলার করিমগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: রুহুল আমিনের বিরুদ্ধে প্রতারণার দায়ে এ অভিযোগ করেন তারই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী। তারা হলেন, সুমাইয়া, জান্নাত ও সোনিয়া।

শিক্ষার্থীরা জানায়, তারা করিমগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষার্থী। পরীক্ষা দিতে মাদ্রাসার অধ্যক্ষের চাহিদা মতো রেজিষ্ট্রেশন, ফরম ফিলাপ ও প্রবেশপত্রের ফি দিলেও তাদের নামে কিছুই তৈরি করা হয়নি। বৃহস্পতিবার এসএসসি/সমমান পরীক্ষার প্রথমদিনে ওই শিক্ষার্থীদের হাতে অন্য তিন
শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন ও প্রবেশপত্র দিয়ে পরীক্ষায় বসতে কেন্দ্রে পাঠান অধ্যক্ষ। কিন্তু অন্যের নামে পরীক্ষায় বসলে প্রক্সি হবে এবং ধরা পড়লে জেল-জরিমানা হবে, এমন শঙ্কায় কেন্দ্রে ঢুকেননি ওই শিক্ষার্থীরা। পরে পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ ও অধ্যক্ষের দ্বার প্রতারণার শিকার হয়ে থানার দ্বারস্থ হন সুমাইয়া, জান্নাত ও সোনিয়া।
অভিযোগের বিষয়ে জানতে করিমগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনায়েত হোসেন বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।