ঢাকা বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সরকারি অফিসে আত্মহত্যার চেষ্টা: ভাইরাল নুপুর আক্তার জেলহাজতে

vorer angikar
নভেম্বর ২০, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার সময় আটক হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নুপুর আক্তার (৩৫)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ঘটনাটির পর থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শারীরিক প্রতিবন্ধী নুপুর আক্তার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের আব্দুর রশিদ সরদারের মেয়ে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী জিএম আব্দুর রব জানান, ১৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে তিনি যোহরের নামাজ আদায় করতে অফিস কক্ষে তালা না লাগিয়ে বের হন। এ সুযোগে নুপুর আক্তার অফিসে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করেন।
এ সময় কয়েকজন ব্যক্তি বিষয়টি দেখে চিৎকার করলে অন্যান্য স্টাফ এগিয়ে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে ইউএনও’র নির্দেশে নুপুরকে পুলিশে সোপর্দ করা হয়।
গৌরনদী মডেল থানার এসআই মো. অলিউল্লাহ জানান, নুপুর আক্তারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় চুরি ও প্রতারণার অভিযোগে দুটি এবং যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে।
সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিয়ে করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন তিনি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “আত্মহত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নুপুর আক্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।