ঢাকা বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সংসদ সদস্য প্রার্থী রাসেল সরদার মেহেদীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

vorer angikar
নভেম্বর ২০, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৫–কে সামনে রেখে গৌরনদী–আগৈলঝাড়া (বরিশাল–১) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিপ্লবী সমাজসেবক, রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত ও শিক্ষানুরাগী জনাব মোঃ রাসেল সরদার মেহেদী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় গৌরনদী পৌর বাসস্ট্যান্ডস্থ চড়ুইভাতী রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নির্বাচনী প্রস্তুতি, স্থানীয় উন্নয়ন অগ্রাধিকার, রাজনৈতিক অঙ্গীকারসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন জনাব রাসেল সরদার মেহেদী। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নিজ ভূমিকার কথা তুলে ধরেন।
সভার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।