আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে ২০২৩-২৪ অর্থবছরে জাটকা আহরনে বিরত থাকা ২ হাজার ৩শ ৪২ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে ২ মাসে ৮০ কেজি বিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে লালমোহন উপজেলার ধোলীগৌরনগর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেলেদের কল্যাণে কাজ করছেন। এ সরকারের সময়ে জেলেদের পূর্নবাসনে নানা মুখি পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করা হয়েছে।
এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা, ধোলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেদায়েত ইসলাম মিন্টু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
