ঢাকা শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

vorer angikar
জানুয়ারি ২৬, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আমি মো. হাবুল বেপারী, পিতাঃ মৃত. বুদাই বেপারী,গ্রামঃ পূর্ব ডুমুরিয়া, পোস্টঃ খাঞ্জাপুর, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল। আমার নাম ব্যবহার করে আমার বিরুদ্ধে গত ২৪ ও ২৫ শে জানুয়ারি কয়েকটি অনলাইন ও আঞ্চলিক পত্রিকায় ” উজিরপুরের ঢাকা- বরিশাল মহাসড়কের কোটি টাকার গাছ লুটপাট ” শিরোনামে প্রকাশিত সংবাদে আমার নেতৃত্বে গাছ কাটার যে সংবাদটি প্রকাশিত হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম ব্যবহার করে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সরকারি সম্পদের উপর হস্তক্ষেপ করা বা কার্যাদেশ দেয়ার আমার কোন এখতিয়ার নেই। প্রকৃত ঘটনা হচ্ছে যে, আমি ১নং খাঞ্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য পাশাপাশি ছোটখাট একজন লাকড়ি ও জ্বালানি কাঁঠ ব্যবসায়ী। বিভিন্ন সময় বিভিন্ন এলাকা হতে পাইকারি মূল্যে লাকড়ি ক্রয় করে খুচরা বিক্রি করে থাকি। সেই সুবাধে আমার নিজ এলাকা ও আশপাশের এলাকার কমবেশি সকলেই আমাকে লাকড়ি ব্যবসায়ী হিসেবে জানেন। আমি আমার এক বিশ্বস্ত ব্যক্তি মাধ্যমে জানতে পারি যে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর থানা এলাকায় সরকারি টেন্ডারকৃত কিছু গাছের লাকড়ি বিক্রয় করা হইবে। সেই খবর পেয়ে আমি সেখানে লাকরি ক্রয় করার উদ্দেশ্যে যাই। কে, বা কাহারা আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সামাজিকভাবে সম্মান হানি করা ও ব্যবসায়ীক ক্ষতি সাধনের উদ্দেশ্য আমার নাম উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক
হাবুল মেম্বার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।