উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত্যনন্দি গ্রামে ৮০ বছরের বৃদ্ধা কেরোসিনের কুপি জ্বালিয়ে ঘুমিয়ে পড়লে কুপির আগুন ঘরে লাগে এবং ওই আগুন বৃদ্ধার গায়ে লেগে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে ও অভিযোগ পাওয়া গেছে । পুড়ে যাওয়া বৃদ্ধাকে বরিশাল শেরে- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। ২১ জানুয়ারি রবিবার রাত্র ৯ টার দিকে আগুনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় নিত্য নন্দী গ্রামের মৃত – মো: কালু হাওলাদারের স্ত্রী চানবরু (৮০) তার বসতঘরের মধ্যে কেরোসিনের কুপি জ্বালিয়ে আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লে কুপির আগুন তার কাঠ ও টিন দিয়ে তৈরী বসত ঘরে ছড়িয়ে পড়ে। তিনি বসত ঘরে একা ছিলেন এবং ডাক চিৎকার স্থানীয় লোকজন ছুটে এসে চানবরুকে উদ্ধার করে বরিশাল শেরে – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন উক্ত বসত ঘরের আগুন নিয়ন্ত্রণ করেন । নিহতের নাতি আব্দুর রহিম হাওলাদার সংবাদ কর্মীদের জানান আমার দাদি একাই ওই বাড়িতে ছিলেন রাতে কুপি জ্বালিয়ে ঘুমিয়ে থাকায় কুপির আগুনেই আগুনে সূত্রপাত হয়েছে । ওই এলাকার ইউপি সদস্য মোহাম্মদ রফিক ঘটনাস্থান পরিদর্শন করে সত্যতা স্বীকার করেন ।