ঢাকা মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক্টরের লোহার চাকায় সরকারি রাস্তা নষ্টে বাধা দিলে সাবেক পুলিশ সদস্যকে মারধর।

vorer angikar
জানুয়ারি ২৮, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বীরপাশায় নতুন পিস ঢালাই করা রাস্তায় ট্রাক্টরে লোহার চাক্কা লাগিয়ে রাস্তা নষ্ট করায় বাধা দিলে সাবেক পুলিশ সদস্যকে মারধর ও মোটরসাইকেল ভাঙচুর সহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমি রবিবার সকালে মাধবপাশা বাজার থেকে আমার বাড়িতে যাওয়ার পথে দেখতে পাই মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া তার ট্রাক্টর নতুন পিস করা রাস্তার উপর দিয়ে লোহার চাক্কা লাগিয়ে চালাচ্ছে। আমি তাকে টায়ারের চাকা লাগিয়ে পিস ঢালাই রাস্তায় চালাতে বলি না হলে রাস্তার নষ্ট হয়ে যাবে। কিন্তু সে আমার কথা না শুনে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এক পর্যায়ে মোঃ হায়দার আলী ভূঁইয়া কে সাথে নিয়ে আমার উপর চড়াও হয় আমাকে গাড়িসহ ধাক্কা দিয়ে রাস্তার পাশে
ফেলে দেয় এবং আমার গাড়ি ভাঙচুর শুরু করে। আমার পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা টাকা নিয়ে যায় এবং আমাকে মেরে ফেলার হুমকি দিতে দিতে সেখান থেকে চলে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। সরজমিনে গিয়ে জানা যায় মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া আওয়ামী লীগ ও মোঃ হায়দার আলী ভূঁইয়া জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়াও তারা এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত।

এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ জাকির শিকদার বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।