ঢাকা শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

vorer angikar
জানুয়ারি ১২, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে বরিশালে। আজ বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী এক-দুইদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হুমায়ুন কবির জানান, শুক্রবার সকাল ৬টায় বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে সকালে ২ নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে গেছে। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি বরিশালে। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে হঠাৎ প্রচুর শীত অনুভূত হওয়ায় বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। শীতের কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচল এবং মানুষের অনাগোনা কম।

আগামী এক-দুইদিনে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হুমায়ুন কবির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।