জিহাদুল ইসলাম রাফি, তজুমদ্দিন প্রতিনিধি।
টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
বরাবরের ন্যায় আবারো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।
তারপর, আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন।
উল্লেখ্য,২০০৯ সালের নবম সংসদে নুরুন্নবী চৌধুরী শাওন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ,এরপর ২০১৪ সালের দশম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও উল্লেখ্য যে,গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ২২২টি আসনে এককভাবে জয়লাভ করেছে আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল তিনটিতে জয় পায়।