আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ বারের মতো ভোলা-৩ আসনের ( লালমোহন তজুমদ্দিন ) এমপি হিসেবে জয়লাভ করার পর নিজ ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে সর্বস্থরের জনগনকে বিজয়ের বার্তা দিয়েছেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
চতুর্থ বারের মতো বিজয়ী হওয়ার পরপরই সোমবার রাতে নিজ ফেসবুক পোস্টে দেওয়া এমপি শাওনের বার্তাটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো।
প্রিয় লালমোহন-তজুমদ্দিন বাসি আসসালামু আলাইকুম।
আমি আপনাদের প্রত্যেককে এই বিজয় উৎসর্গ করতে পেরে আনন্দিত, যারা আবার আমার উপর চতুর্থ বারের মতো আস্থা রেখেছেন। ভোলা-০৩ আসনের প্রতিনিধিত্ব করে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমার জীবনে আজ একটি উল্লেখযোগ্য মাইলফলক।
এই বিজয় শুধু একটি ব্যক্তিগত অর্জন নয় বরং আপনারা আমাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শের প্রতি আপনাদের সমর্থন ও বিশ্বাসের প্রমাণ। অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আপনাদেরকে সেবা করার জন্য আমার প্রতিশ্রুতির পিছনে আপনাদের বিশ্বাসই মূল চালিকা শক্তি।
মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে টানা চতুর্থবারের মতো আমার উপর আস্থা রেখে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনা” সহ আমার প্রান প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাকে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত করে আপনাদের কল্যাণে কাজ করার সু্যোগ দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আমি আমাদের প্রিয় নির্বাচনী এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে
সর্বোচ্চ অবদান রাখব, ইনশাআল্লাহ।
আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা এই নির্বাচনের সকল কার্যক্রম অংশ নিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। সেই সাথে আমার প্রিয় লালমোহন ও তজুমদ্দিন উপজেলা সকল ভোটার সহ আমার আওয়ামী লীগের নেতা ও কর্মীবৃন্দর প্রতি কৃতজ্ঞতা জানাই। আসুন সকলে মিলে আমরা স্মার্ট লালমোহন-তজুমদ্দিন বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
আন্তরিক কৃতজ্ঞতা সহ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন,এমপি।
একজন সংসদ সদস্য হিসেবে এমপি শাওনের দেওয়া বার্তাটি সকলের নিকট ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এমন বার্তা দেওয়া এমপি শাওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লালমোহন তজুমদ্দিনের জনগণ।