ঢাকা রবিবার , ৭ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ৬টি আসনে বিজয়ী হলেন যারা

vorer angikar
জানুয়ারি ৭, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল জেলার ৬টি আসনে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে যারা তারা হলেন বরিশাল-১ আসনে নৌকা প্রতিকের আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল-২ আসনে নির্বাচিত হয়েছেন, ১৪ দলীয় জোট প্রার্থী নৌকা প্রতিকের কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন, বরিশাল-৩ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী নাঙ্গল প্রতিকের গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ আসনে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের পঙ্কজ নাথ, বরিশাল সদর ৫ আসনে নির্বাচিত হয়েছে নৌকা প্রতিকের কর্ণেল(অব:) জাহিদ ফারুক শামীম, বরিশাল-৬ আসনে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী মেজর(অব:) হাফিজ মল্লিক।
জানা গেছে নৌকার বিজয় উল্লাসে মেতেছে আওয়ামীলীগ নেতা কর্মিরা। উজিরপুর বানাড়ীপারা (বরিশাল ২) আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে ১৪ দলীয় জোট প্রার্থী নৌকা প্রতিকের মনোনীত কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের নৌকা মার্কা বিজয়ী।

সুত্র থেকে জানাগেছে উজিরপুর বানড়ীপারার মোট ১৩৬ কেন্দ্রে থেকে নৌকা প্রতিকে বানড়ীপারা থেকে ৩৫৫১৯ তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত স্বতন্ত্র ঈগল প্রতিক পেয়েছে ২১৩৫৭, উজিরপুর থেকে নৌকা প্রতিক ৮৬৬৫৬ ঈগল প্রতিক ১০০৪০ পাওয়ার খবর পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।