ঢাকা মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

vorer angikar
ডিসেম্বর ৯, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি: “দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা ” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি বিরোধী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার সকাল ১০.০০টায় বাবুগঞ্জ উপজেলা অডিটরিয়ামে প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
অধ্যক্ষ মঞ্জুর রহমান টুটুল বিশ্বাস ও প্রধান শিক্ষক মোঃ ইউসুফ হোসেন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়দা, সাবেক অধ্যক্ষ মোঃ
জালাল আহমেদ, বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক
আবদুল করিম হাওলাদার, উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ মিজানুর রহমান,
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম, বিমান বন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না।

আলোচনা সভায় বক্তারা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সরকারি-বেসরকারি খাতে সততা প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক প্রশাসন এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রতি বছরের মতো এবারও দুর্নীতি দমন কমিশন বিভিন্ন গণমাধ্যমে প্রচারপত্র, পোস্টার, অনলাইন ক্যাম্পেইন ও সচেতনতা বৃদ্ধিমূলক বার্তা প্রচার করেন। উপজেলা পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও নৈতিকতার ওপর বক্তব্য রাখেন।
সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।