ঢাকা শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় পদের আশ্বাসে ববি ছাত্রদল নির্বাচন ছাড়লেন সাবেক কর্মীরা

vorer angikar
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

অতশী তালুকদার, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রার্থী হিসেবে একাধিক দুর্দিনের কর্মী থাকলেও, কেবল চলতি শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্তের কারণে বাদ পড়ছেন ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা। তবে কেন্দ্র ও মহানগরে পদের আশ্বাসে তাঁরা স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগে গতকাল ববি শাখা ছাত্রদলের একাংশ “সারা বাংলাদেশ ছাত্রদল জানুক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দু:সময়ের ছাত্রনেতাদের সাথে কী ধরনের জঘন্য আচরণ হচ্ছে” শিরোনামে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করার ঘোষণা দিয়েছিল। এই ঘোষণার পরপরই ববি শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকে কেন্দ্রে ডেকে পাঠানো হয়। সেখানে তাঁদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আদেশ ও মৌখিক শোকজ করা হয়। ফলস্বরূপ, পূর্বনির্ধারিত এই প্রেস কনফারেন্স থেকে তাঁরা বিরত থাকেন।

ছাত্রত্ব শেষ হওয়া সভাপতি পদপ্রার্থী ইনজাম শাওন বলেন, “আমরা চাইলে কমিটি বন্ধ করতে পারতাম, তবে ছোট ভাইদের দিকে তাকিয়ে আমরা সরে দাঁড়িয়েছি। তাছাড়া, আমরা যারা দুর্দিনে ছাত্রদল করেছি, এখন শুধুমাত্র ছাত্রত্ব শেষ হওয়ার কারণে নির্বাচন করতে পারছি না, তাঁদেরকে কেন্দ্র থেকে আশ্বস্ত করা হয়েছে যে বিকল্প ব্যবস্থা করা হবে।”

সাবেক কর্মীরা নির্বাচনে প্রার্থী হওয়া থেকে কেন বাদ পড়লেন, এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ে গঠিত হতে যাওয়া ছাত্রদলের কমিটি থেকে ইতিমধ্যে ছাত্রত্ব শেষ হওয়া সাবেক কর্মীরা সরে দাঁড়িয়েছেন। তাঁরা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে আশ্বস্ত করেছি যে তাঁরা সরে দাঁড়ালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাঁদের কেন্দ্রে নিয়ে আসব। কাউকে কাউকে মহানগর ও জেলাতেও সেট করব। তাঁদের পছন্দের ভিত্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তাঁদের সম্মানিত করবে।”##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।