ঢাকা বুধবার , ৩১ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মান ভাঙ্গলো সাদিকপন্থীদের অবশেষে নৌকার প্রচারণায় মাঠে নামলো অভিমানী আ’লীগ

admin
মে ৩১, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী
অবশেষে নিরবতা ভেঙে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় নেমেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল বিকালে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে নগরীর সদর রোড এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা। এখন থেকে প্রতিদিন নগরীর প্রতিটি ওয়ার্ডে জেলা, মহানগর এবং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমন্বয় করে প্রচার প্রচারণা চালাবেন। নির্বাচনের দিনপর্যন্ত দলীয় প্রার্থীর পক্ষে মাঠে থাকবেন বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা জানিয়েছেন, ‘আমরা শুরু থেকেই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে কাজ করেছি। তবে আজ (মঙ্গলবার) বিকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছি। তিনি বলেন, ‘মঙ্গলবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রচার-প্রচারণা শুরু করেছি।
এরপর সদর রোড থেকে জেলখানার মোড়সহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছি। এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ- বীর বিক্রম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিস, মোহাম্মদ হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক ও গোলাম সরোয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক শেখ সাইদ আহমেদ মান্না, নুর ঊদ্দিন শাহীন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির জানান, ‘এখন থেকে নির্বাচনের পূর্বে পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আমরা পৃথক টিম করে প্রচার প্রচারণা চালিয়ে যাবো। এক একটি টিম একেক ওয়ার্ডে দায়িত্ব প্রচারণা করবে। এর আগে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের স্ব স্ব এলাকায় নৌকার বিজয় নিশ্চিত করতে গণসংযোগ করবে। তাছাড়া মঙ্গলবার থেকে মহানগরীর ৩০টি ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গা এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণসংযোগ শুরু করেছে।
অপরদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, ‘আমরা টিম ওয়ার্ডের মাধ্যমে প্রচার-প্রচারণা শুরু করেছি। এখন থেকে প্রতিদিন প্রচার-প্রচারণা চলবে। আমাদের দলীয় প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। তাকে আমাদের নেত্রী শেখ হাসিনা বরিশালে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। আগামী ১২ জুন আমরা তাঁর বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো। সুত্র মতে, ‘এবারের নির্বাচনে বর্তমান সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের একক মেয়র প্রার্থী ছিলেন। তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রে সুপাশির করেন তারা। তবে দলের মনোনয়ন বোর্ড বরিশালে মেয়র পদে খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেয়। এরপর থেকেই বরিশাল আওয়ামী লীগে গ্রুপিং রাজনীতি প্রকাশ্যে আসতে শুরু করে। দলের সাবেক এবং বর্তমান কিছু নেতাদের নিয়ে প্রচার-প্রচারণা এবং দলীয় কার্যক্রম পরিচালনা করলেও দেখা মেলেনি জেলা ও মহানগর আওয়ামী লীগের একাংশের। এ নিয়ে সমালোচনা শুরু হয় খোদ দলীয় ফোরামেই।
সবশেষ গত সোমবার গৌরনদী পৌরসভার সভাকক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দের সাথে নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের প্রধান আবুল হাসানাত আবদুল্লাহ। ওইদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে নামার নির্দেশ দেন। এর পরদিনই প্রচার-প্রচারণা শুরু করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।