নাজমুল হক মুন্না, উজিরপুর ঃ জেলার উজিরপুর উপজেলার নতুন শিকারপুর টু শিকারপুরবন্দর সড়কের মুন্ডপাশা নামক স্থানে ইটবাহি ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত। প্রত্যক্ষদর্শী,পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর শনিবার সকাল ৯ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর থেকে বামরাইল ইউনিয়নের
৭নং ওয়ার্ডের মোস্থফা হাওলাদারের ছেলে রোমান হাওলাদার (২২) মোটরসাইকেল যোগে কর্মস্থল শিকারপুর বন্দরের যাওয়ার পথে মুন্ডপাশা গ্রামের তারা বাড়ী পারমুনাল দিঘির পার নামক মোড়ে ইটবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন। নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রোমানের বাড়ির উপরের চাচা ৭ নং বামরাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন। উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ মিজানুর রহমান জানাল, সড়ক দুর্ঘটনায় নিহত রোমানের লাশ উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলি চালকের পরিচয় পাওয়া যায়নি। উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, সড়ক দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। চালক পালাতক করেছে।