ঢাকা বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

একে একে সরে দাড়াচ্ছেন বিএনপির কাউন্সিলর প্রার্থীরা, এলাকাবাসীর চাপে’ নির্বাচন করবেন কেউ কেউ

admin
মে ২৫, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

একে একে সরে দাড়াচ্ছেন বিএনপির কাউন্সিলর প্রার্থীরা

এলাকাবাসীর চাপে’ নির্বাচন করবেন কেউ কেউ

BNP

নিজস্ব প্রতিবেদকঃ দলীয় স্বীদ্ধান্তের বাহিরে গিয়ে আসন্ন বিসিসি নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে অনঢ় অবস্থানে রয়েছেন অনেক প্রার্থী। যাদের মধ্যে অন্যতম হচ্ছেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, সাবেক কাউন্সিলর ও বরিশাল মহানগর বিএনপির যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান টিপু। গতকাল দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার সাথে এমন প্রত্যয় ব্যাক্ত করে তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি যে,আমি নির্বাচন করব। কারণ হিসেবে এজন্য তিনি দুষছেন ‘ এলাকার মানুষের চাপ’কে। তিনি বলেন, এলাকাবাসীর প্রত্যাশা এবং চাহিদার কারনে তিনি এমন স্বীদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে মহানগরের নেতারা বলছেন,যারাই দলীয় স্বীদ্ধান্তের বাহিরে যাবে, তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে।এদিকে, ইতিপূর্বে বেশ কয়েকজন বিএনপির কাউন্সিলর প্রার্থী বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করার পর গতকাল বিএনপি ঘরানার আরও দুই কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। যার মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটির প্রথম সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারের শ্যালক সাবেক কাউন্সিলর সৈয়দ সাইদুল হক মামুনও রয়েছে। বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন দুই কাউন্সিলর প্রার্থী। ২৫ মে বিসিসি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করেছেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সৈয়দ সাইদুল হক মামুন এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আকবর। মনোনয়ন পত্র প্রত্যাহারের পর সৈয়দ সাইদুল হাসান মামুন গণমাধ্যম কর্মীদের বলেন, আমি ও আমার পরিবার বিএনপিতে আছি এবং থাকবো। দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহারের কথা বলেন তিনি।এদিকে,আজ ২৫’শে মে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আজ প্রত্যাহার না করা প্রার্থীরা শেখ মুহুর্তে কি স্বীদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।