ঢাকা শুক্রবার , ২৮ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

vorer angikar
জুন ২৮, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন,নিজস্ব প্রতিবেদক: লালমোহনে ইয়াবাসহ মো. খোকন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার
পশ্চিম চরউমেদ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইলিশাকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক খোকন ওই এলাকার আব্দুল হকের ছেলে।

লালমোহন থানার এসআই মো. আউয়াল জানান, খোকন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ইলিশাকান্দি এলাকায় এক ক্রেতার কাছে ইয়াবা বিক্রি করতে যাচ্ছেন খোকন। ওই সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩০ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকের পর যুবক খোকনকে থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।