আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলায় ১০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার সংলগ্ন বেতুয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের বিশেষ কম্বিং অপারেশনে জব্দকৃত এসব অবৈধ বেহুন্দি জালের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো জনস্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, এসিল্যান্ড কার্যালয়ের নাজির কাম-ক্যাশিয়ার মো. মেহেদী হাসান, উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
