বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সিরাজুল ইসলাম বলেন, “ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ঘুষের টাকার জন্য কোনো ফাইল আটকে থাকবে না। দেশের প্রতিটি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। মানুষ তার ন্যায্য অধিকার সময়মতো পাবে। দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি বন্ধ করা হবে।”
তিনি আরও বলেন, “সরকার যদি ১০০ টাকা বরাদ্দ করে, তাহলে সেই ১০০ টাকারই কাজ হবে। ৫০ টাকার কাজ দেখিয়ে ৫০ টাকা লুটপাট করার প্রবণতা ইসলামী আন্দোলনের রাষ্ট্র পরিচালনায় কোনোভাবেই চলবে না। দেশের সম্পদ জনগণের, তাই জনগণের টাকায় জনগণের উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
নারীর মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নারীর সর্বোচ্চ সম্মান প্রদান করব। নারীকে কেবল ভোগ্যপণ্য নয়, সমাজ ও রাষ্ট্র গঠনের মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করব। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় নারীরা প্রকৃত অধিকার ভোগ করবে—এমন ব্যবস্থা করা হবে।”
উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম আরও বলেন, “রাজনীতি হলো জনগণের সেবা করার একটি মহৎ ক্ষেত্র। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের অধিকার আদায়ে এবং সৎভাবে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে।”
সভায় বাবুগঞ্জে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ ছাড়াও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
