ঢাকা বুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি শিক্ষকদের আন্দোলন স্থগিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুন হচ্ছে

vorer angikar
আগস্ট ১৩, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার ঢালী, জাতীয় প্রেসক্লাব থেকে:

আন্দোলনরত শিক্ষকেরা নানা স্লোগানে মুখরিত জাতীয় প্রেসক্লব চত্বর। তাদের স্লোগানের মধ্যে রয়েছে, এক দফা এক দাবি—জাতীয়করণ। শিক্ষকদের একটাই দাবি—জাতীয়করণ, জাতীয়করণ। এক দেশে দুই নীতি মানি না, মানবো না। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই। আশ্বাস না আন্দোলন? আন্দোলন, আন্দোলন — বলে স্লোগান দিচ্ছেন তারা।

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ পরিস্থিতি দেখা যায়।

বেলা সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোট’ এর আয়োজনে শিক্ষকরা মহাসমাবেশ শুরু করেন।

সমাবেশ শেষে দুপুরের দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রার করেন শিক্ষকরা। এসময় পুলিশ ও আইনশৃঙ্খলা সড়কে তারকাঁটা বেরিগেট দিয়ে বাঁধা দেয়। শিক্ষকদের প্রতিনিধি দল তখন শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনায় বসেন। শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনা শেষে শিক্ষকনেতারা আন্দোলনরত শিক্ষকদের বলেন,’এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে। আজ বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয় থেকে জানিয়েছে, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ভাতা ১ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এসময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমাদের দাবি আদায় না হলে রাজপথ ছাড়ব না। আমরা জাতীয়করণের দাবিই পূরণ করতে চাই।’

শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে সভা শেষে জানা গেছে, শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ভাতা ১ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদলের বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সর্বজনীন বদলি বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাড়িভাড়ার ইস্যুর বিষয়টিও আছে। এটা কিভাবে বাড়ানো যায়, সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যা আলোচনা করে শিক্ষকরা মন্ত্রণালয়ে দেবেন। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, বাড়িভাড়ার টাকা বৃদ্ধিসহ অন্য বিষয়গুলো কিভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে।

এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকারকে। এর মধ্যে দাবি না মানলে আগামী ১৫ সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন তারা। আজ বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা।

জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, তাদের দাবি যৌক্তিক। যা আদায়ে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবেন তারা। এ সময় ১৫ সেপ্টেম্বর এমপিওভুক্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুঁশিয়ারি দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।