ঢাকা শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মহানবী হযরত মুহাম্মদ (স.) কটুক্তির প্রতিবাদ উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

vorer angikar
অক্টোবর ৪, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না : ভারতে প্রিয় নবী মুহাম্মাদ (স.)কে নিয়ে কটুক্তিকারী পন্ডিত রামগিরি এবং বিজেপির নিতিশ রানের বিচার ও শাস্তির দাবিতে এবং লেবানন ও ফিলিস্তিনে হামলা বন্ধের দাবীতে উজিরপুর ইমাম ও ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের উদ্দোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পরে পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রান মুসলমান বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সভা করেন। এ সময় বক্তৃতা করেন ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ , সাধারণ সম্পাদক মুফতী নাকিব হাসান ,মাওলানা অধ্যক্ষ নুরুল হক আজাহারী, মুফতী আজিজুর রহমান , মাওলানা বজলুর রহমান ,উজিরপুর বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা মনিরুজ্জামান শামীম সহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।