ঢাকা বুধবার , ৩১ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ওসির বাধায় বিএনপি’র মিছিল পণ্ড

vorer angikar
জানুয়ারি ৩১, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় ওসির (তদন্ত)বাধায় বিএনপি’র মিছিল বন্ধ হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাউফল পৌরসভার গালর্স স্কুল রোডে বিএনপির একটি কালোপতাকা মিছিল করার জন্য বেশ কিছু নেতাকর্মী একত্রিত হয়, খবর পেয়ে ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে বিএনপি নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যে যার মত করে পালিয়ে যায়, এ সময় রোমেন সিকদার নামে বিএনপি’র এক সক্রিয় সদস্যকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ কালে বিএনপি কর্মী রোমেন সিকদার মিছিলের প্রস্তুতিতে অংশগ্রহণ করার কথা অস্বীকার করে বলেন, আমি বাজার করতে যাচ্ছি, পরবর্তীতে আরেক পুলিশ সদস্যের কাছে বলেন,আমি কিস্তি দিতে এসেছি। সর্বশেষে নিজেকে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক বলে দাবি করলে পুলিশ তাকে ছেড়ে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।