ঢাকা সোমবার , ২২ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় পণ্যবাহী ট্রলারডুবি: জীবিত উদ্ধার ৫, বাবা-ছেলে নিখোঁজ

vorer angikar
জানুয়ারি ২২, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ভোলার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন বাবা-ছেলেসহ দুইজন। রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন- ট্রলার মালিক রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ সরদার (৩০)।

সোমবার (২২ জানুয়ারি) সকালে ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোলার মনপুরা উপজেলা থেকে একটি ট্রলার ভাঙারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজনকে পাশে থাকা জেলের ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়। বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

ট্রলারডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- রিয়াজ সরদার (২৭), রুবেল খা (২৬), মো. ফারুক (৪০), মো. শাকিল (২২), মো. রাসেল (৩০) তারা সবাই বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। বিদ্যুৎ কুমার ঘোষ জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত, যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। তবে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করবে বলেও জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।