ঢাকা বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশংসায় ভাসছে মেট্রো পুলিশ

vorer angikar
জানুয়ারি ১৮, ২০২৪ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল নগরীতে যানজট নিরসন ও অবৈধভাবে ফুটপাত দখল মুক্ত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ১৯ নং ওয়ার্ড নতুন বাজার থেকে মরক খোলা পোল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পিআই (পেট্রোল ইন্সপেক্টর) মো. মামুন।

জানা যায়, রাস্তার ফুটপাত দখল করে ভাসমান দোকনপাট বসানোর কারণে পথচারিদের চলাচল ও বিভিন্ন সময় রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নগরীর নতুন বাজার থেকে মরকখোলার পোল পর্যন্ত বগুড়া পুলিশ ফাঁড়ি অভিযান চালায়। এসময় অবৈধভাবে ফুটপাত দখল করে ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।

নতুনবাজারের মামুন নামে এক পথচারী জানান, বরিশাল পুলিশের পক্ষ থেকে এটি একটি ভালো পদক্ষেপ নেয়া হয়েছে। এভাবে ফুটপাট দখল করে দোকান বসানোর কারণে অনেক দুর্ঘটনা ঘটে। এছাড়া নগরীতে যানজটও বাড়ছে।বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম রাজিব জানান, ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

এছাড়া সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। তাদের এই ভোগান্তি দূর করতেই এই অভিযান।তিনি আরো বলেন, সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন সেজন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ সব সময় তাদের পাশে আছেন। যানজট নিরসনে ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।