ঢাকা শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

admin
ডিসেম্বর ১৫, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য কলঙ্কময় দিন এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যে গণহত্যা চালায়। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। সকালে ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১১ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদুল ইসলাম বিপিএম পুলিশ সুপার বরিশাল, হাসান মোঃ শওকত আলী অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশাল, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।