ঢাকা সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে সাধারণ মানুষের সাথে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

admin
ডিসেম্বর ১১, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) :: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী,” বীর উত্তম”১০ ডিসেম্বর রবিবার বরিশাল জেলার উজিরপুর বাজার শুরু করে বড়াকোঠা ওটরা, হারতা, সাতলা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষক শ্রমিক জনতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল ১১ টায়, বীর মুক্তিযোদ্ধা প্রায়তো সাবেক সংসদ হরনাথ বাইননের বাসভবনে গিয়ে তার স্মৃতিচারণ করে, শুভেচ্ছা বিনিময় এক পর্যায় হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় দাস বাড়ির উঠানে, পাটি বিছিয়ে দুপুরের খাবার খান, সাধারণ জনতার সাথে মিলেমিশে একাকার হয়ে যান, এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন দুই বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী, উপস্থিত গানের জনক, হারমোনিয়াম জাদুকর, নকুল কুমার বিশ্বাস,সংগঠনের যুবক কমিটির কেন্দ্রীয় আহব্বায়ক মো:হাবিবুর নবী সোহেল, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সহধর্মিনী গৌরি রানী বিশ্বাস সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। বিকালে কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাসের ভক্ত উপজেলার বামরাইল ইউনিয়নের মুলপাইন গ্রামের সাবেক প্রধান শিক্ষক,শ্রী নির্মলেন্দু সিকদারের (২১.৫০) শতাংশ, দানকৃত জমির উপর এই গুণী শিল্পীর বাসভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে বাঘা সিদ্দিকী নামে পরিচিত, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম । উজিরপুরের সাধারণ জনতা বঙ্গবীর কে পেয়ে আনন্দে আত্মার হয়ে পড়েন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।