ঢাকা সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে বিপুল অর্থ পেয়ে চোরদের ছাইয়া-ছাইয়া নৃত্য!

admin
ডিসেম্বর ১১, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

শাওন ইসলামঃ চুরি করতে এসে দোকানের ক্যাশে বিপুল পরিমান নগদ অর্থ দেখে ছাইয়া-ছাইয়া নৃত্য পরিবেশন করলেন চোরের দল যা ধরা পরল দোকানে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরায়। গত ১০’ই ডিসেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে বরিশাল নগরীর বাজার রোডে। এঘটনায় ব্যাবষায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাজার রোড বহুমুখী ব্যাবষায়ী সমিতির সভাপতি বশির আহমেদ দৈনিক ভোরের অঙ্গীকারকে জানান,গভীর রাতে চোরের দল কৌশলে সঞ্জু মিয়ার মালিকানাধীন চালের আড়ত প্রগতি ষ্টোরে প্রবেশ করে স্ক্রু ড্রাইভার দিয়ে ক্যাশ বাক্স ভেংগে ফেলে। এসময় চোরের দল ক্যাশে থাকা প্রায় ৫ লক্ষ টাকার নোট দেখে খুশিতে আত্নহারা হয়ে নাচতে থাকে যা সিসি ফুটেজে ধরা পরে। পরে টাকা নেওয়ার জন্য পর্যাপ্ত ব্যাগ না থাকায় শরীরে পরিধেয় গেঞ্জির মধ্যে ঢুকিয়ে স্থান ত্যাগ করে। এছাড়াও পলাশের মালিকানাধীন সাজ্জাদ ষ্টোর থেকে প্রায় ৭০ হাজার নগদ টাকা চুরি করে পরবর্তীতে দুলালের দোকানের সার্টার ভাঙ্গলেও চুরি করতে ব্যার্হ হয় চোরের দল। এদিকে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যাবষায়ীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।