ঢাকা মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

vorer angikar
ডিসেম্বর ৯, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে র‍্যালি, আলোচনা ও অদম্য নারী পুরস্কার প্রদান

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।

দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা, উপজেলা সমাজ সেবা মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা ইয়াছমিন,বীর মুক্তি যোদ্ধা জালাল উদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না,বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রভাষক সাইফুর রহিম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, নারী সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল জগতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অদম্য নারী পুরস্কার–২০২৫ প্রদান। সমাজে ইতিবাচক ভূমিকা, বাধা অতিক্রম করে সাফল্য অর্জন এবং নারীর ক্ষমতায়নে অনুকরণীয় অবদান রাখার স্বীকৃতি হিসেবে কয়েকজন নারীকে সম্মাননা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান বাবুগঞ্জে নারীর অধিকার, নিরাপত্তা ও সমমান প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিল বলে আয়োজকেরা মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।