শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে গাছের চারা বিতরন কর্মসূচির মাধ্যমে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয়।
বরিশাল, ১৪ জুন, ২০২৩- বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি অনন্য এবং অর্থবহ অনুষ্ঠানের আয়োজন করে অসাধারনভাবে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করেছে। গাছের চারা উপহার দেয়ার এই আয়োজনের মূল লক্ষ্য ছিল রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান সম্পর্কে প্রচার করার সাথে সাথে রক্তদাতাদের অমূল্য অবদানকে সম্মান জানানো।
গাছের চারা উপহার কর্মসূচি, বিবিডিসি-এর একটি সম্পূর্ন ভিন্নধর্মী উদ্যোগ, যার লক্ষ্য ছিল রক্তদানের জীবনদায়ী দিককে প্রতীকী করা এবং স্বাস্থ্যকর পরিবেশের তাৎপর্যের উপর জোর দেওয়া। অনুষ্ঠানটি বিবিডিসির সভাপতি জনাব আওলাদ খানের উষ্ণ অভ্যর্থনা দিয়ে শুরু হয়, যিনি রক্তদাতাদের জীবন বাঁচানোর জন্য তাদের নিঃস্বার্থ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এই অবদান কীভাবে মানুষের মাঝে আত্মিক পরিবর্তন বয়ে আনে সে বিষয়ে আলোচনা করেন। বিবিডিসির প্রশাসনিক প্রধান জনাব আলিমুর রহমান বিবিডিসির স্বেচ্ছাসেবকদের নিয়ে পুরো অনুষ্ঠানের আয়োজন করেন।
আয়োজনের অন্যতম সুন্দর মুহূর্ত ছিলো রক্তদাতাদের রক্তদানের অনুভূতি প্রকাশ এবং তাদের অনুপ্রেরণামূলক গল্প বলা। রক্তদাতারা রক্ত দেওয়ার জন্য তাদের অনুপ্রেরণা, তারা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল এবং তাদের দানের মাধ্যমে তারা যে গভীর প্রভাব দেখতে পেয়েছেন তা নিয়ে আলোচনা করেছেন। আলোচনার লক্ষ্য ছিল রক্তদানের বিষয়ে সমাজে ভ্রান্ত ধারণা দূর করা এবং তরুন সমাজে প্রতিনিয়ত রক্তদাতা তৈরি করতে উৎসাহিত করা। আলোচনার পরে, প্রত্যেক রক্তদাতাকে তাদের জীবন রক্ষাকারী উপহারের জন্য প্রশংসার চিহ্ন হিসাবে একটি গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীদের মধ্যেও একটি সবুজ এবং স্বাস্থ্যকর পরিবেশ গঠনের লক্ষ্যে একটি করে গাছের চারা উপহার হিসেবে দেয়া হয়।
বরিশাল ব্লাড ডোনারস ক্লাব এই ইভেন্টের সাফল্যে অবদান রাখা সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক এবং সম্প্রদায়ের সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। বিবিডিসি আশা করে যে এই উদ্যোগ আরও বেশি রক্তদাতা তৈরি করতে ইতিবাচক প্রভাব ফেলবে যার ফলে রক্তের অভাবে কোনো রোগীকে জীবন হারাতে হবে না।
বরিশাল ব্লাড ডোনারস ক্লাব এই আয়োজনের সাফল্যে অবদান রাখা সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সমাপ্তি ঘোষণা করা হয়।