বরিশাল প্রতিনিধি: গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর GUB Law Debating and Mooting Club এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মক ট্রায়াল ওয়ার্কশপ। আসন্ন Intra University Mock Trial Competition 2025 সফলভাবে আয়োজনের লক্ষ্যে তিন পর্বে এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর ও ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে।
ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আদালত পরিচালনা, আইনি প্রক্রিয়া এবং ব্যবহারিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান জনাব নাজমুস সাকিব, ক্লাবের উপদেষ্টা ও প্রভাষক জনাব হাসিবুর রহমান, সহকারী উপদেষ্টা অন্তরা দাসসহ বিভাগের শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাস্তব আদালত কার্যক্রম সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন।
ওয়ার্কশপ সম্পর্কে জনাব হাসিবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তর করার এটি একটি চমৎকার সুযোগ। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যৎ আইনজীবী হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।”
অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও জানান, এ আয়োজন তাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব আদালত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছে এবং পেশাগত জীবনের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশালের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এটি নথুল্লাবাদ এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছে এবং উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত উৎসাহ প্রদান করছে।
