নাজমুল হক মুন্না :: জাকের পার্টি ছাত্রফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক, হাসিবুর রহমান রাতুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তুহিন মাহমুদের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক, স্বপন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ ছাত্রফ্রন্টের সভাপতি, মোঃ মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক, ফরহাদ আহমেদ সিয়াম, যুগ্ম-অর্থ সম্পাদক রবিউল ইসলাম রবি শিকদার, বরিশাল মহানগরের সভাপতি, বাহাউদ্দীন বাবু।
৮ই নভেম্বর ২০২৪, শুক্রবার সকাল দশটায় বরিশাল জেলাধীন সকল উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা দেশে চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জাকের পার্টি নেতৃত্বে জাতীয় ঐক্যের আহবান জানান, বক্তারা বলেন জাকের পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে কখনো ছিলো না, বিএনপি নেতৃত্বাধীন ৩৬ দলীয় জোটেও ছিলো না।
দেশের বিশ্ববিদ্যালয়গুলো আজ সনদপ্রাপ্ত বেকার কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে দেশে শিক্ষিত বেকারত্বের হার ৩৩% এর উর্দ্ধে। আর দেশের ৮৫% যুবক, যাদের বয়স ৩৫ বছরের নীচে।
এই বিশাল কর্মশক্তিকে দেশের শ্রম বাজারে যেভাবে
সংযুক্ত করার কথা ছিল, পর্যায়ক্রমে সে সকল পদক্ষেপ কিন্তু নেয়া হচ্ছে না। কাজেই যুব বেকারত্বের হার নিরসন কল্পে সংস্কার সাধন করতে হবে। দেশে পি এইচ ডি, এম ফিল, মাস্টার্স ও রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যথাযথ বিনিয়োগ নেই। অথচ ইসরাইল একটি ছোট দেশ সারা পৃথিবী কাপাচ্ছে। কারণ তারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এবং প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করতে পারছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে রিসার্চিং হাবে পরিণত করতে হবে। এখনো অধিকাংশ বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম নেই। আবার যে সব বিশ্ববিদ্যালয় পিএইচডি দেয়া হয়, এম ফিল দেয়া হয়-তার কিছু কিছু ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। যা খুবই দুঃখজনক।
পরিশেষে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।