নাজমুল হক মুন্না ::উজিরপুর বরিশাল :: জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে শুক্রবার গভীর রাতে প্রবাসী নান্নু হাওলাদারের নির্মানাধীন ভবনের প্রাচীর ভেঙে দোতলায় উঠে মেইন দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
পরিবারের লোকজন দাবী করেন চুরি নয় রীতিমতো দোতলার মেইন দরজা ভেঙে তিনজন সশস্ত্র ডাকাত আমাদেরকে জিম্মি করে ডাকাতি করে স্বর্নঅলঙ্কার সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘরে থাকা প্রবাসী স্ত্রীর ভাইয়ের মেয়ে মুন্নি খানম (২৮) জানান রাত দেড়টার দিকে তিন সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল নির্মাণাধীন ভবনের নিচতলার প্রাচীর ভেঙে দোতলার মেইন দরজা শাবল দিয়ে ভেঙে ভিতরে প্রবেশ করে তখন আমি টের পেয়ে চোর চোর চিৎকার করলে ডাকাত দলের সদস্যরা আমার মুখ চেপে ধরে আমাকে গুলি করে হত্যা করবে বলে হুমকি দেয়, এ সময় আমার কন্যা জিনাতউননিছা (৫)কান্না কাটি করলে তাকে হত্যা করবে বলে ভয় দেখিয়ে একটি রুমে আমাদের মা মেয়েকে অবরুদ্ধ করে ঘরের আলমারি ভাংচুর করে ১০ ভরী স্বর্ণালংকার, নগদ টাকা, ৩টি মোবাইল ফোন সেট,১টি ওয়াইফায়ের রাউটার, ১টি সিসি ক্যামেরার হার্ডডিস্ক সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় প্রবাসী নান্নু হাওলাদারের স্ত্রী শানু খানম বিশেষ প্রয়োজনে ঢাকায়
অবস্থান করছিলেন। প্রবাসী স্ত্রীর বড় ভাই শিকারপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃআনিচুর রহমান জানান, ওই বাসায় আমার বোন জামাই প্রবাসে থাকার কারণে ছোট বোন শানু খানম ও আমার ভাইয়ের মেয়ে মুন্নি খানম একসাথে থাকে। বিশেষ প্রয়োজনে আমার বোন ঢাকা যাওয়ার পরে পরিকল্পিত ভাবে একদল ডাকাত ডাকাতি সংঘটিত করেছে। ২৫ অক্টোবর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম। পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সাংবাদিকদের কে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন আলামত সংগ্রহ করেছি। লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করা হবে।