স্বপন কুমার ঢালী, বেতাগী : বরগুনার বেতাগীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত পাঁচ শতাধিক প্রতিনিধি ও নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে বেতাগী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো: সাইদুল ইসলাম সোহরাব এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী প্রভাষক মো: শাহাদাত হোসেন মুন্না। এসময় প্রধান বক্তা ছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বোতাগী, বামনা ও পাথরঘাটা) আসেনর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে সূরার সদস্য , ধানমন্ডি থানার নায়েবে আমির বিশিষ্ট চিকিৎসক,সমাজসেবক আলহাজ্ব আলহাজ্ব ডা: মো. সুলতান আহমেদ, প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাযী, বিশেষ অতিথি বরগুনা জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী প্রভাষক মো. আসাদুজ্জামান আল মামুন, বিশেষ অতিথি জেলা সহকারী সেক্রেটারী মো. শামীম আহসান, বিশেষ অতিথি বেতাগী পৌরসভা জামায়াতে ইসলামী সহ-সভাপতি হাফেজ মো. মাহবুবুর রহমান।
প্রধান বক্তা বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব ডা: মো. সুলতান আহমেদ
বলেন, আল্লাহ যদি কবুল করেন, তাহলে বরগুনা-২ আসনের স্বাস্থ্য সেবায় চিকিৎসা এবং শিক্ষার গুনগত মান উন্নয়ণ করতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজ এই এলাকায় হতে দেওয়া যাবে না। আপনাদের সহযোগীতা নিয়ে কোন ঘুষ দুর্নীতি থাকবে না। মাদকের কালো ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় -জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই ভেরিবাঁধ নির্মান করা হবে।’
প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাযী বলেন,’ “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ভোটকেন্দ্রের প্রতিনিধিরাই নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন।” তিনি আরও দাবি করেন, জামায়াতে জনগণের পাশে থেকে ন্যায় ও নীতির রাজনীতি করে আসছে এবং গণমানুষের অধিকার রক্ষায় আপোষহীন থাকবে।
এ প্রতিনিধি সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা দাবী করেন।
