ঢাকা শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাদক চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে. জামায়াত নেতা সুলতান আহমেদ

vorer angikar
আগস্ট ২২, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার ঢালী, বেতাগী : বরগুনার বেতাগীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত পাঁচ শতাধিক প্রতিনিধি ও নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে বেতাগী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো: সাইদুল ইসলাম সোহরাব এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী প্রভাষক মো: শাহাদাত হোসেন মুন্না। এসময় প্রধান বক্তা ছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বোতাগী, বামনা ও পাথরঘাটা) আসেনর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে সূরার সদস্য , ধানমন্ডি থানার নায়েবে আমির বিশিষ্ট চিকিৎসক,সমাজসেবক আলহাজ্ব আলহাজ্ব ডা: মো. সুলতান আহমেদ, প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাযী, বিশেষ অতিথি বরগুনা জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী প্রভাষক মো. আসাদুজ্জামান আল মামুন, বিশেষ অতিথি জেলা সহকারী সেক্রেটারী মো. শামীম আহসান, বিশেষ অতিথি বেতাগী পৌরসভা জামায়াতে ইসলামী সহ-সভাপতি হাফেজ মো. মাহবুবুর রহমান।

প্রধান বক্তা বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব ডা: মো. সুলতান আহমেদ
বলেন, আল্লাহ যদি কবুল করেন, তাহলে বরগুনা-২ আসনের স্বাস্থ্য সেবায় চিকিৎসা এবং শিক্ষার গুনগত মান উন্নয়ণ করতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজ এই এলাকায় হতে দেওয়া যাবে না। আপনাদের সহযোগীতা নিয়ে কোন ঘুষ দুর্নীতি থাকবে না। মাদকের কালো ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় -জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই ভেরিবাঁধ নির্মান করা হবে।’

প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাযী বলেন,’ “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ভোটকেন্দ্রের প্রতিনিধিরাই নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন।” তিনি আরও দাবি করেন, জামায়াতে জনগণের পাশে থেকে ন্যায় ও নীতির রাজনীতি করে আসছে এবং গণমানুষের অধিকার রক্ষায় আপোষহীন থাকবে।

এ প্রতিনিধি সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা দাবী করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।