ঢাকা মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে নূরুন্নবী চৌধুরী শাওন স্মার্ট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

vorer angikar
মার্চ ৫, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জিহাদুল ইসলাম রাফি, তজুমদ্দিন প্রতিনিধি।।
যুব ও ছাত্র সমাজকে ক্রীড়াঙ্গনে বিচরণ ঘটাতে তরুণ সমাজসেবক ইশরাক চৌধুরী নাওয়াল এর পরিকল্পনায় ও ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর পৃষ্ঠপোষকতায় ভোলার তজুমদ্দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নূরুন্নবী চৌধুরী শাওন স্মার্ট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা-৩ এর আয়োজনে ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেপারী পাড়া একাদশ বনাম তজুমদ্দিন মোল্লাপুকুর একাদশ এর মুখোমুখি লড়াইয়ে তজুমদ্দিন মোল্লাপুকুর একাদশ জয় লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মাস্টার, শম্ভুপুর ইউপি সচিব মেজবাহ উদ্দিন সম্রাট, ইউপি সদস্য আলমগীর মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।