বরিশালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। আজ ১ জানুয়ারি ২০২৪ সোমবার প্রধান অতিথি হিসেবে জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসবে উপস্থিত থোকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন জেলা প্রশাসক বরিশালসহ অন্যান্য অতিথিবৃন্দ। নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল রুম্পা সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজে প্রফেসর এ.কে.এম এনায়েত হোসেনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
